স্মৃতির পাতায় একটু হাতছানি....
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১১ জুলাই, ২০১৪, ১১:১৮:২৮ সকাল
২০১০ সালের আজকের মাসের শুক্রবার...
বাড়ি তিস্তা নদীর পাশে হওয়ায় সব সময় নদীতেই গোসল করেছিলাম সব বন্ধুরা মিলে।
একবার নদীতে ড্রেজিং করেছিল বালু তুলে অন্য একটি বড় পুকুর ভরাট করার জন্য। এত্ত বালু তুলেছিল যে- সেই জায়গাটা এটা বিশাল গভীর এ পরিণত হয়েছিল।
আমরা সেখানে গোসল করতাম...সেখানে সবাইও গোসলও করত।
সবাই প্রতিদিন গর্তের মাঝখানে গিয়ে বালু তোলার জন্য ডুব দেয়...কিন্তু কেউই পানিতে ডুব দিয়ে বালু আর তুলতে পারে না।
....সেই দিন আমরা ৫ বন্ধু গোসল করতে গেলাম..
খোকনঃ ঐ তুই এখান থেকে বালু তুলতে পারবি ?
আমিঃ হ, পারবাম ।
খোকনঃ তুলে দেখা দেহি?
....আমি আল্লাহর নাম নিয়ে ওর দেখানো জায়গায় গিয়ে একটু দিলাম ডুব।
হায় হায় শুধু পানির নিচে যাচ্ছি আর যাচ্ছি কিন্তু পানির নীচের স্থল আর খুঁজে পাচ্ছি না।
দম একদম পাচ্ছিলাম না ! এবং যাচ্ছি আর যাচ্ছি....হঠাৎ পায়ে একটা রহস্য পেয়ে গেলাম । দেখি বরফ নাকি মাঠি ?
অবশেষে পেয়ে গেলাম মূল্যবান ঠান্ডা বালু কণা। কিন্তু দম তো শেষ। পা দিয়ে একটা মাঠিতে চাপ দিয়ে উঠতে শুরু করলাম।
হয় তো দম আগেই শেষ হয়ে গেছে.. হাতে একমুষ্টি বালু নিয়ে উঠতেছি..
উপরের সবাই চিন্তিত...!
তারা ভেবেছে আমি যে সেই ডুব দিয়েছি আমি কৈ?
অবশেষে আমার দেখা মিলে পেল তারা ..খুশিতে তারা সবাই লাফাচ্ছে....
আমি হাতের মুষ্টি খুলে দেখালাম..এই যে নীচের বালু ।
তারা সেই সময়ে কত্ত বাহবা আমাকে দিল সেটা বল্লাম না ।
একটু পানি দিয়ে মুখে দিতে দেখি পানি লাল হয়ে গেছে...
তখন দেখি আমার নাক থেকে রক্ত ঝরছে....সবাই অবাক।
এবং সবাই ভয় ও পেয়ে গেয়েছিল...
ছোট ছোকড়া গুলি গ্রামের সবাইকে বলে দিল..আমাকে পানির ভূত এ ধরেছে।
তখন থেকে সবাই আমাকে বলে ভূতটি ক্যামন?
আমি রঙ্গ করে বলি ভূত আবার কেডা ! আমিতো আসল ভূত ।
সেই দিন থেকে ঐ জায়গায় ভয়ে আর কেউ গোসল করে না ।
কিন্তু আমি জানি ভূত না, ঠান্ডার কারণে সেটা হয়েছে...
কিন্তু আজ ঐ বন্ধুগুলি একটিও দেশে নাই...প্রবাসে পাড়ি দিয়েছে..
আর আমি সবাইকে দোয়া করি ।
-আর আমি তো আগের মতই এখনও রয়েছি..তোরা ভাল থাকিস।
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন